২৩ বছর পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
গাইবান্ধার সাদুল্লাপুরে দীর্ঘ ২৩ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বুদা প্রামাণিককে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার বুদা প্রামাণিক উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সাদুল্লাপুর থানার একটি হত্যা মামলার আসামি বুদা প্রামাণিককে ২০০০ সালে আদালত যাবজ্জীবন সাজা দেন। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর আসামি বুদা প্রামাণিক আদালতে আত্মসমর্পণ না করে দীর্ঘ ২৩ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুদা প্রামাণিককে মাদারীপুর জেলা থেকে গ্রেফতার করে সাদুল্লাপুর থানা পুলিশ।
ওসি মাহাবুব আলম বলেন, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি বুদা প্রামাণিককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
শামীম সরকার শাহীন/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান