ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৯ আগস্ট ২০২৩

যশোরের শার্শায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ বাবু হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ আগস্ট) ভোরের দিকে উপজেলার জিরেনগাছা-কাশিয়াডাঙ্গা সড়কের কাটাখাল ব্রিজের ওপর থেকে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু হোসেন উপজেলার জিরেনগাছা গ্রামের রফিকুলের ছেলে।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাটাখাল ব্রিজের ওপর অস্ত্রসহ এক যুবক অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবু হোসেনকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।

জামাল হোসেন/এফএ/এমএস