ছোট যমুনায় মিললো বৃদ্ধার মরদেহ
ফাইল ছবি
নওগাঁর ছোট যমুনা নদী থেকে সুফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে লস্করপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সুলতানপুর জেলেপাড়া এলাকার মোজাফরের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান।
ওসি জানান, সকাল ১০টার দিকে স্থানীয়রা ছোট যমুনা নদীর লস্করপুর এলাকায় একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ওই বৃদ্ধা মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে কোনো এক সময় তিনি নদীতে পড়ে ডুবে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ
- ২ চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার
- ৩ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ৪ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৫ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী