ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ

৪ টাকা হালি ডিম, দুধ ৫ টাকা লিটার

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২০ আগস্ট ২০২৩

পাবনায় চার টাকা হালি ডিম আর পাঁচ টাকায় এক লিটার দুধ কেনার সুযোগ পেয়েছে ১০০ দরিদ্র পরিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সামাজিক সংগঠন ‘পাশে আছি ইনিশিয়েটিভ’ এর উদ্যোগে রোববার (২০ আগস্ট) দুপুরে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নামমাত্র মূল্যে ডিম ও দুধ বিক্রি করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন পাবনা পৌরসভার কাউন্সিলর আজিজুল ইসলাম বাদল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মোস্তাকিম সবুজ। এসময় পাশে আছি ইনিশিয়েটিভের সদস্য রাজিব মিয়া, ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকারসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

jagonews24

উদ্যোক্তারা জানান, শনিবার (১৯ আগস্ট) বিভিন্ন এলাকায় গিয়ে দুস্থ ও অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের কাছে টোকেন দিয়ে আসেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সেসব টোকেনধারীদের এ ডিম ও দুধ দেওয়া হয়।

পাশে আছি ইনিশিয়েটিভের সদস্য রাজিব মিয়া বলেন, সমাজের হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষদের পুষ্টি সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। সমাজের অনেক বিত্তবান আছেন, যারা যাকাত দেন না; তারা যদি যাকাত দেন বা যাকাতের টাকায় এভাবে সমাজের মানুষের কল্যাণে পাশে দাঁড়ান তাহলে সমাজ বদলে যাবে।

হেমায়েতপুর গ্রামের রহিমা বেগম বলেন, ‘পাঁচ টাকায় ৫টি ডিম আর পাঁচ টাকায় এক লিটার দুধ পাওয়া গেলো। আমরা খুব খুশি হইছি। বড়লোকরা যদি সবসময় এমন সুবিধা দেয় তাহলে ভালো হতো। ’

সমাজসেবক অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস বলেন, এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ দুর্মূল্যের বাজারে সমাজের সুবিধাবঞ্চিত কিছু মানুষের উপকার হলো।

আমিন ইসলাম জুয়েল/এসআর/জিকেএস