ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ইয়াবাসহ কারারক্ষী আটক

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১১:২৩ এএম, ২১ আগস্ট ২০২৩

রাজবাড়ীতে কারারক্ষীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। রোববার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- রাজবাড়ী জেলা কারাগারে কর্মরত কারারক্ষী ও গোপালগঞ্জের কাশিয়ানি থানার খাগড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন মোল্লা (৩৮) ও কালুখালীর মাজবাড়ি গ্রামের মো. খালেক শেখের ছেলে আলহাজ শেখ।

আরও পড়ুন: ধান চুরির মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মন্টু বয়াতির বসতবাড়ির সামনের রাস্তার ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আলহাজ শেখকে ৩৫ পিস এবং কারারক্ষী মো. মহিউদ্দিন মোল্লাকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে কালুখালী থানায় মামলা প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/জেএস/জেআইএম