ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ৬ কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২১ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ হাজার পিস ইয়াবা ও ৩ হাজার পুরিয়া হেরোইনসহ ছয় কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-মো. মজিবর রহমান (৫০), মো. বিল্লাল (২৫), আক্তার ওরফে কনক আক্তার (৪৩), মো. রিয়েল (২২), মো. জলিল (২৮) ও বাবু (২২)।

আরও পড়ুন: স্ত্রীকে হাতুড়িপেটা করে হত্যা, স্বামী পলাতক

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও সুমিলপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে। সিদ্ধিরগঞ্জ এলাকায় এদের বিশাল একটি চক্র রয়েছে। এ চক্রের বাকী সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এএসএম