ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ার ১১৭ কেন্দ্রের ৮৫টিই ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০১:২৯ পিএম, ২০ মার্চ ২০১৬

প্রথম দফা ২২ মার্চ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ১৩টি ইউনিয়নের ১১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এই কেন্দ্রগুলোর মধ্যে চারটি ইউনিয়নের ৩৬টি ভোট কেন্দ্র যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে অবস্থিত। সেখানে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথম দফার মধ্যে সারিয়াকান্দি উপজেলার ১২টি এবং দুপচাঁচিয়া উপজেলার একটি ইউনিয়ন রয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনী এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন যমুনা নদীর দুর্গম চরে হওয়ায় সেখানে রোববার থেকেই নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এই উপজেলায় নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিএনপি প্রার্থীদের উপর হামলা এবং নির্বাচনী অফিস ভাঙচুরের একাধিক ঘটনা ঘটেছে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে সারিয়াকান্দি উপজেলার ১২টি ইউনিয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

যমুনার দুর্গম চরাঞ্চলে অবস্থিত চালুয়াবাড়ি, কাজলা, কর্নিবাড়ি এবং বোহাইল ইউনিয়নের ৩৬টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়াও এই উপজেলার ৯৬টি কেন্দ্রে মধ্যে ৮০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ভোট কেন্দ্রগুলোতে বিজিবি ও র্যাব টহলের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা। এসব কেন্দ্রের ভিতরে সশস্ত্র পাঁচজন পুলিশ এবং কেন্দ্রের বাহিরে সশস্ত্র সাতজন পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়াও পুলিশকে সহযোগিতা করার জন্য ১৬ জন আনসার বাহিনীর সদস্য থাকবে।

অপরদিকে, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণেরও সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে পাঁচটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো রকমের গোলযোগ যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি দেয়া হচ্ছে।

পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ঝুঁকিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ নয়, পুলিশ গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ হিসেবে কেন্দ্র চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।

এআরএ/পিআর