ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা

সাঈদীকে নিয়ে পোস্ট, জেলা ছাত্রলীগের ৮ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১০:১৫ এএম, ২২ আগস্ট ২০২৩

আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় খুলনা জেলা ছাত্রলীগের আট নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্রলীগের খুলনা জেলা সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

jagonews24

আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট, ১৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত খান, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক শিমুল বিশ্বাস, উপ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. ইরতাজুল গাজী, জেলা সদস্য মওদুদ আহমেদ মিলন, তেরখাদা উপজেলা সহ-সভাপতি রনি ফকির, সাংগঠনিক সম্পাদক এস এম হাসিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা সহ-সভাপতি বিবিএ কাজল ও পাইকগাছা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন।

jagonews24

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।


আলমগীর হান্নান/জেএস/জিকেএস