ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খালিয়াজুরিতে ৫৮টি কেন্দ্রের ৪২টি ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০৩:১১ পিএম, ২০ মার্চ ২০১৬

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় মঙ্গলবার প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয়টি ইউনিয়নে ৫৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ৪২টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।

প্রশাসন বলছে- এসব ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্রে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর, চাকুয়া, খালিয়াজুরি, নগর, কৃষ্ণপুর ও গাজীপুর ইউনিয়নে এবার প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। ছয়টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৬৩ হাজার ৫০৩ জন। এর মধ্যে নারী ভোটার ৩১ হাজার ৪৮১ জন ও পুরুষ ভোটার ৩২ হাজার ২২ জন। ৫৮টি ভোট কেন্দ্রের বুথের সংখ্যা ১৭০টি।

অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জাগো নিউজকে জানান, প্রতিটি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে সাতজন পুলিশ ও ২১ জন আনসার সদস্য এবং সাধারণ কেন্দ্রে পাঁচজন পুলিশ ও ১৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি তিনটি কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে পুলিশের বিশেষ দল (স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স) দায়িত্ব পালন করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন জাগো নিউজকে জানান, নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের মোবাইল টিমের পাশাপাশি ২৭ সদস্য বিশিষ্ট একটি র‌্যাবের টিমসহ তিন প্লাটুন বিজিবি থাকবে।

কামাল হোসাইন/এআরএ/এবিএস