ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ধর্ষণচেষ্টা মামলায় দু’জনের ২৪ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২৪ আগস্ট ২০২৩

নাটোরের লালপুরে ধর্ষণচেষ্টা মামলার দুটি ধারায় দুজনের ২৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) অ্যাডভোকেট আনিছুর রহমান রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালে ১৬ নভেম্বর লালপুর উপজেলার সাদীপুর এলাকার এক নারী মাঠে ছাগল চড়াতে যান। এ সময় একই এলাকার রহমান এবং হাসমত তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা করেন। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। এ সময় হাসমত এবং রহমান পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্তরা তাতে সায় না দেওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন ভুক্তভোগী নারী। দীর্ঘ ১৬ বছর পর আদালত তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রেজাউল করিম রেজা/এসজে/জিকেএস