ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছুটি অনুমোদনের আগেই সপরিবারে ভারতে গেলেন চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৪ আগস্ট ২০২৩

ছুটি অনুমোদনের আগেই সপরিবারে ভারতে যাওয়ার অভিযোগ উঠেছে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদারের বিরুদ্ধে।

এ নিয়ে বুধবার (২৩ আগস্ট) বিকেলে স্থানীয় সরকার বিভাগ ও মাদারীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন একই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দিলীপ বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, জনপ্রতিনিধিদের দেশের বাইরে যেতে হলে সরকারি নিয়ম অনুযায়ী ছুটি নিতে হয়। ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার কোনো ছুটি না নিয়েই সপরিবারে ১৮ আগস্ট ভারতে যান।

এ ঘটনায় ডাসারের নবগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দিলীপ বিশ্বাস বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগ ও মাদারীপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর থেকেই দুলাল তালুকদার তার দায়িত্বের অবহেলা করে যাচ্ছেন। অনিয়ম করে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তিনি হঠাৎ ভারতে চলে যাওয়ায় ইউনিয়নের জনসাধারণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এলাকার বিভিন্ন লোকজন পরিষদে জন্মনিবন্ধন ও চেয়ারম্যান সনদ নিতে এসে হয়রানির স্বীকার হচ্ছেন। এছাড়া চেয়ারম্যান এবং তার ছেলের বিরুদ্ধে নানা কর্মকাণ্ডের একাধিক অভিযোগ তুলেছেন দিলীপ বিশ্বাস।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে এলাকায় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই পরিষদের কার্যক্রম খুড়িয়ে-খুড়িয়ে চলছে। এছাড়া তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক অনুমতি ছাড়া ভারত গেছেন। যা তিনি ঠিক করেননি। তিনি একজন সচেতন মানুষ হয়ে, চেয়ারম্যান হয়েও অনিয়ম করেছেন।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিধান সরকার জাগো নিউজকে বলেন, চেয়ারম্যান অসুস্থতার কারণে তার পরিবার নিয়ে চিকিৎসার জন্য ভারতে গেছেন। তার অনুপস্থিতিতে কাজে কিছুটা জটিলতা হচ্ছে। তবে তিনি দ্রুতই চলে আসবেন। এলে আবার ঠিক হয়ে যাবে।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ জাগো নিউজকে বলেন, আমি এখানে নতুন যোগ দিয়েছি। ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার তার ছুটির জন্য আমি এখানে আসার আগে আবেদন করেছেন। তবে তার ছুটি মঞ্জুর হয়েছে কি না বলতে পারছি না। খোঁজ নিয়ে পরে বলতে পারবো।

মাদারীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, চেয়ারম্যান দুলাল তালুকদারের ছুটির আবেদন আমরা পুলিশি তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত চলাকালে কোনোভাবেই তার দেশ ত্যাগের সুযোগ নেই। তার বিরুদ্ধে একজন সেবা প্রত্যাশী আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জেআইএম