ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাঁশঝাড়ে মিললো কিশোরের মরদেহ

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৫ আগস্ট ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে বাঁশঝাড় থেকে শিপক মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের আয়ান মিয়ার বাড়ির পেছনে বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কিশোর শিপক রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের হোছন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শিপক মিয়া তার বাবা হোছন মিয়া ও চাচা হাছন মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী টেংরা ইউনিয়নের একামধু গ্রামে ধান রোপণের কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে শিপকের মোবাইল নম্বরে ফোন এলে জরুরি প্রয়োজনের কথা তার বাবাকে বলে চলে যায়। যাওয়ার সময় তার চাচাকে ৫০০ টাকাও দেয় সে।

দুপুর দেড়টার দিকে আয়ান মিয়ার ছেলে বাদল মিয়া (১৪) তাদের বাড়ির পেছনে গাছের সঙ্গে শার্ট গলায় বাঁধা একজনকে দেখে স্থানীয়দের ডাকেন। পরে খবর পেয়ে শিপকের মামাতো ভাই মিঠু মিয়া সেখানে যায়। এ সময় স্থানীয়রা দা দিয়ে শার্ট কেটে মরদেহ মাটিতে রাখেন। পুলিশ খবর পেয়ে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কামারচাক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুব আহমদ বলেন, ছেলেটির বাবা বলেছেন মোবাইল নম্বরে কারও কল আসার পর সে রাস্তা থেকে ফিরে আসে। পরে দুপুরের দিকে এক শিশু তার মরদেহ দেখতে পেলে জানাজানি হয়।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জাগো নিউজকে বলেন, ঝোপের ভেতরে ঝুলন্ত দেখে ছেলেটির মামাতো ভাই বাঁচানোর উদ্দেশ্যে গাছের সঙ্গে বাঁধা শার্ট কেটে মাটিতে নামিয়েছে জেনেছি। তার সুরতহালে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে মনে হয়েছে সে আত্মহত্যা করেছে। তবে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসজে/এমএস