ভাঙ্গায় নৌকা প্রতীকের জয়
ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিন হাজার ভোটের ব্যবধানে নতুন মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন আবু ফয়েজ মো. রেজা।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০ হাজার ৪০১ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মুন্সী জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১২৪ ভোট।
ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদুল ইসলাম জানান, ৫ জন মেয়র, ৩৩ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১০জন নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ২৪ হাজার ৬৬২জন ভোটার ছিলেন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৩৪০জন ও নারী ১২ হাজার ৩২২জন। ৯টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্রে ৮১টি কক্ষে ভোট গ্রহণ করা হয়।
তিনি আরো জানান, প্রায় ৭৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।
নির্বাচিত মেয়র আবু ফয়েজ মো. রেজা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার জন্মলগ্ন থেকেই মেয়রের দায়িত্ব পালন করে আসছেন।
এস.এম. তরুন/এফএ/এমএস