ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পেয়ারা পাড়তে গাছে উঠে প্রাণ গেলো দুই বোনের

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২৫ আগস্ট ২০২৩

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুর পাড়ের গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ডাল ভেঙে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, সুলতান মিয়ার মেয়ে সাদিয়া আক্তার রুম্পা (৮) ও রায়হান মিয়ার মেয়ে রাদিয়া মনি (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয়রা জানান, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশের পুকুর পাড়ের একটি পেয়ারা গাছে পেয়ার পাড়তে ওঠে ওই দুই শিশু। একপর্যায়ে গাছের ডাল ভেঙে তারা পুকুরে পড়ে ডুবে যায়। সাঁতার না জানায় তারা আর পাড়ে উঠতে পারেনি।

রূম্পা ও মনিকে পরিবারের লোকজন বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে স্বজনরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম সরকার শাহীন/এফএ/এমএস