টাঙ্গাইলে কৃষিমন্ত্রী
‘আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ এখনও করতে পারিনি’
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আমরা সত্যিকারের সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ এখনও করতে পারিনি। এখনও সত্যিকারের ক্ষুধামুক্ত বাংলাদেশ নয়। তবে উন্নয়নের দিগন্ত উন্মোচিত হয়েছে। বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করেছি। উন্নয়নের এই ধারাকে বেগবান করতে হবে, এগিয়ে নিতে হবে। সেটি করতে পারলে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত হয়েছে বলে আমরা মনে করবো।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের সোহাগপুর জামতলা এলাকায় ‘সবুজ পৃথিবী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তালগাছ রোপণ উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা সকলের কাছে গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য হোক। আমরা বিএনপিকে অভিনন্দন জানাই। আমরা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে চাই দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আছে কিনা। জাতির জনকের আদর্শের প্রতি তাদের আস্থা আছে কিনা।
তিনি আরও বলেন, ২০০৮ সালে সুন্দর নির্বাচন হয়েছিল। দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ১৫ বছর দেশ পরিচালনা করে দেশবাসীর আস্থা অর্জন করেছে। দেশের এমন কোনো গ্রাম, পাড়া ও পরিবার নাই যেখানে আওয়ামী লীগের কর্মী নাই।
বিএনপি বলছে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবে। এই শক্তি বিএনপির নাই, সন্ত্রাস ও আগুন সন্ত্রাস করে আওয়ামী লীগকে পতন ঘটাতে পারবে না। আওয়ামী লীগ সংগঠতি দল, সুশৃঙ্খল দল। তৃণমূলে আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। ইচ্ছা করলেই সেই শিকড় তোলা যাবে না। তাদেরকে নির্বাচনে এসেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে বলে জানান তিনি।
এ সময় মির্জাপুরের এমপি খান আহমেদ শুভ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম মনসুর মুসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, ‘সবুজ পৃথিবী’ স্বেচ্ছাসেবী সংগঠনের মির্জাপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন নবীন ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম এরশাদ/এফএ/এএসএম