ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সহপাঠীদের সঙ্গে ডোবায় গোসলে নেমে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৬ আগস্ট ২০২৩

টাঙ্গাইলে সহপাঠীদের সঙ্গে ডোবার পানিতে গোসলে নেমে আরমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরমান ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

প্রতিবেশী আবু বকর তালুকদার নিরব বলেন, সকালে আরমান তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ডোবার পানিতে গোসলে যায়। গোসল শেষে সহপাঠীরা চলে এলেও সে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে দুপুর সাড়ে ১২টার দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সহপাঠীদের সঙ্গে ডোবায় গোসলে নেমে পানিতে ডুবে আরমান নামে ওই শিশুর মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসজে/এএসএম