ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে বন্যার্ত ১ হাজার পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৬ আগস্ট ২০২৩

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান। শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বান্দরবান সদরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় বান্দরবান পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে সাড়ে সাত কেজি চাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি সুজি ও এক কেজি ডাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ শিং, অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহআলম, পৌরসভার মেয়র সামশুল ইসলাম ,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো.আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারি অমল কান্তি দাশ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘তিস্তাপাড়ে বারোমাসই কষ্ট, দেখার কেউ নেই’

মন্ত্রী বীর বাহাদুর উশৈ শিং বলেন, এবারের বন্যায় বান্দরবানের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে লামা ও আলীকদমে রেড ক্রিসেন্টের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া আজ বান্দরবান সদর এলাকায় এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এই খাদ্য সহায়তা কিছুটা হলেও ক্ষতিগ্রস্তদের উপকার হবে।

নয়ন চক্রবর্তী/জেএস/এএসএম