ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ

টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৭ আগস্ট ২০২৩

টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সঙ্গে সড়কে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া চালকদেরও পড়তে হচ্ছে নানা সমস্যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানবাহনগুলোকে অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অনেকেই পড়ে গিয়ে আহত হচ্ছেন।

জাহাঙ্গীর বেপারী নামের এক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই এখানে পানি জমে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সংস্কারের অভাবে এটি আরও ভয়ংকর গর্তে পরিণত হয়েছে। এই পয়েন্টটিতে এতদিন যানবাহনগুলোতে যাত্রী ওঠানামা করতো। কিন্তু এই বেহাল অবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না।

টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

আরও পড়ুন: খানাখন্দে ভরা সড়ক, হাজারো মানুষের দুর্ভোগ

নাফ পরিবহনের চালক নূর মিয়া জানান, আগে মহাসড়কটির ঢাকামুখী লেনটি প্রশস্ত থাকলেও এর মাঝে সড়ক বিভাজক নির্মাণ করায় আমাদের আঞ্চলিক পরিবহনগুলোকে এখন এই ভাঙ্গা অংশ দিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি যাত্রী ওঠানামা করাতেও অনেক সমস্যায় পড়তে হচ্ছে।

টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

শিমরাইল মোড়ের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাগর হোসেন বলেন, কাজের উদ্দেশ্যে প্রতিদিন আমার এই মহাসড়ক ব্যবহার করতে হয়। কিন্তু মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তার বেহাল দশার কারণে আমাদের চরম দুর্ভোগে পড়তে হয়। তাই কর্তৃপক্ষের কাছে অতিদ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানাচ্ছি।

টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, পানি জমে থাকায় এই সমস্যাটির সৃষ্টি হয়েছে। খুব শিগগির মহাসড়কের এই অংশের সংস্কার কাজ করা হবে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জেআইএম