মৌলভীবাজারে লুট করা মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার
মৌলভীবাজারে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও লুট করা মালসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২৭ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলেন- উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের চেরাগ আলীর ছেলে জাকির হোসেন (৩৫), একই ইউনিয়নের লালাপুর গ্রামের জমির আলীর ছেলে রুবেল মিয়া (৩২) ও ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আমির হোসেন (৩৮)।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ আগস্ট দিনগত রাত আড়াইটার দিকে সৌদি প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে ডাকাতি করে ৬-৭ জন ডাকাত। তারা অস্ত্রের মুখে বাড়িতে থাকা নারীদের জিম্মি করে প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার, রূপার গহনা, নগদ টাকা নিয়ে যায়। ঘটনার পর রাজনগর থানায় মামলা করেন ওই প্রবাসীর মা আমিরুন নেছা।
আরও পড়ুন: টাঙ্গাইলে দোকানের তালা কেটে ৪৫ ভরি সোনা চুরি
পরে শনিবার রাতে উপজেলার নয়াটিলা গ্রামের ডাকাত জাকির হোসেনের বাড়িতে তার তিন সহযোগী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়সহ জেলা পুলিশের কর্মকর্তরা।
জেএস/এমএস