ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২০ বছর পর র‍্যাবের হাতে গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৭ আগস্ট ২০২৩

মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওমর আলীকে (৬৬) গ্রেফতার করেছে র‍্যাব। পলাতক থাকার ২০ বছর পর র‍্যাবের হাতে ধরা পড়লেন তিনি।

শনিবার (২৬ আগস্ট) গভীর রাতে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওমর আলী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গাজিন্দা গ্রামের মৃত সোলাইমান হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, ১৭ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে আত্মগোপনে চলে যান ওমর আলী। এরপর সাভারের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে রিকশা চালিয়ে জীবিকানির্বাহ করে আসছিলেন তিনি।

র‍্যাব জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সিংগাইরের গাজিন্দা গ্রামের রুবেলের বাবা সামছুল হকের সঙ্গে একই গ্রামের ওমর আলীর বিরোধ ছিল। ২০০১ সালের ২৪ এপ্রিল সকালে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করা নিয়ে সামছুল ও তার ছেলে রুবেলের সঙ্গে ওমর আলীর কথাকাটাকাটি হয় ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে ওমর আলী সামান্য আঘাতপ্রাপ্ত হন।

এর জেরে ঘটনার দুইদিন পর ওমর আলী ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে রুবেলকে কুপিয়ে হত্যা করেন। এরপর মরদেহ বস্তায় ভরে মাঠের পাশে নালায় ফেলে দেন। রুবেলের বাবা ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওমর আলীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন রুবেলের বাবা। পুলিশ ওমর আলীকে গ্রেফতার করলে ১৭ মাস কারাবাস শেষে জামিনে মুক্ত হন তিনি।

এ মামলায় ২০০৩ সালে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত ওমর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রোববার (২৭ আগস্ট) সকালে র‍্যাব-৪এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামিনে মুক্তি পেয়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ওমর আলী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সাভারে আত্মগোপনে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বি.এম খোরশেদ/এমআরআর/জিকেএস