মসজিদ থেকে ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
ইদ্রিসের ছোট ভাই শামছুল ইসলাম জানান, চাচা আক্কাছ আলীর সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে চাচাতো ভাই মুস্তাফিজ মিয়া তার ভাইদের নিয়ে ইদ্রিস আলীকে কুপিয়ে হত্যা করেন।
তিনি আরও জানান, ইদ্রিস আলী সন্ধ্যায় স্থানীয় মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বাড়ির পাশেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখা হয়। এসময় ইদ্রিস আলীর দুই পা ও একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল ইদ্রিসের। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এইচ এম কামাল/এমআরআর/জিকেএস