মা ব্যস্ত রান্নায়, বালতির পানিতে পড়ে প্রাণ গেলো দেড় বছরের শিশুর
ফাইল ছবি
বান্দরবানের লামায় বালতির পানিতে পড়ে রাইসা মনি নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া রাইসা মনি লামা পৌর এলাকার রফিক সরকারের মেয়ে।
শিশুটির বাবা রফিক সরকার জানান, তার স্ত্রী জয়নাব বেগম রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন। তার অগোচরে বাড়ির ওয়াশরুমে পানি ভরা বালতিতে উপুড় হয়ে পড়ে যায় রাইসা। পরে খুঁজতে গিয়ে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দুপুরের দিকে লামা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের কারও অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফনের জন্য বলা হয়েছে।
নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান