রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণ, দুই যুবক কারাগারে
কিশোরগঞ্জের নিকলীতে মোবাইলে প্রেমের সম্পর্ক করে তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেফতারের পর দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে রোববার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে নিকলী উপজেলার আলম রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
আসামিরা হলেন, জেলার বাজিতপুর উপজেলার সরারচর এলাকার মো. কাইয়ুমের ছেলে মো. ফাহিম ও নিকলী উপজেলার কামারহাটি এলাকার মৃত হাতেম আলীর ছেলে আরিফ হোসেন (৩৪)।
জানা গেছে, অভিযুক্ত ফাহিমের সঙ্গে ৪ মাস আগে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই ভুক্তভোগী তরুণীর। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৭ জুলাই ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করেন ফাহিম। এ সময় ফাহিম বিয়ের আশ্বাস দিলে ওই তরুণী তার পরিবারের সদস্যদের কাছে বিষয়টি বলেনি। গত রোববার (২৭ আগস্ট) সকালে ফাহিম ওই তরুণীকে নিয়ে নিকলী উপজেলার আলম রিসোর্টের ম্যানেজার আরিফের সহযোগিতায় ১০৫ নম্বর কক্ষে স্বামী-স্ত্রীর পরিচয়ে থাকতে যান। এ সময় ফাহিমকে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে কাজী এনে বিয়ের আশ্বাস দেন ফাহিম। পরে ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন তিনি।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার রাতেই আসামিদের গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে আদালতে পাঠালে আদালত তাদেরকে কারাগারে পাঠান।
এসকে রাসেল/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান