রায়পুরে উপজেলা-পৌর-কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা, পৌর ও সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল জানান, রায়পুরে শাখা ছাত্রলীগের তিনটি কমিটিই মেয়াদোত্তীর্ণ। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে জেলা কমিটির জরুরি সভায় ওই কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কাজল কায়েস/এআরএ/এবিএস