ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবৈধ বাল্কহেড বন্ধে মুন্সিগঞ্জে নদীতে বসছে ২৪ ঘণ্টার পাহারা

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৭:২০ পিএম, ৩০ আগস্ট ২০২৩

মুন্সিগঞ্জে নদীতে অবৈধ বাল্কহেড চলাচলে এবার কঠোর অবস্থান নিচ্ছে প্রশাসন। জেলার লৌহজং-টঙ্গীবাড়ী ও সিরাজদিখান উপজেলায় পদ্মার শাখা তালতলা-ডহরী নদীতে বাল্কেহড চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ছোট এই নদীতে বাল্কহেড চলাচল বন্ধে ২৪ ঘণ্টাই পাহারা বসানোর প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এজন্য নদীর প্রবেশমুখে তৈরি করা হবে ব্যারিকেড।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকতা মো. আব্দুল আউয়াল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

চলতি মাসের ৫ তারিখ নদীটিতে বাল্কহেডের ধাক্কায় ৪৩ যাত্রী নিয়ে ডুবে যায় পিকনিকের একটি ট্রলার। এতে নিখোঁজ হওয়া ১০ যাত্রীর মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকতা মো. আব্দুল আউয়াল জানান, মঙ্গলবার দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা সংশ্লিষ্ট (নৌপুলিশ, কোস্টগার্ড, বিআইডাব্লিউটিএ, প্রশাসন) রয়েছে, অবৈধ নৌযান বাল্কহেড চলাচল রোধে যাদের দায়িত্ব কতর্ব্য রয়েছে তারা সবাই সংযুক্ত হবে এই খালটিতে যেন বাল্কহেড প্রবেশ করতে না পারে। এজন্য স্থানীয় জনসাধারণ-জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলে মিলে পাহারার ব্যবস্থা করা হবে। আমরা আশা করছি দু’একদিনের মধ্যে এটি বাস্তবায়ন করবো। এটি ২৪ ঘণ্টা থাকবে নদীর প্রবেশ পয়েন্টে। ব্যারিকেড দেওয়ার বিষয়টি বিআইডাব্লিউটিএ দেখবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই সভায় ইউএনও মো. আবদুল আউয়াল ছাড়াও নৌ-পুলিশের নারায়ণগঞ্জ জোনের পুলিশ সুপার মিনা মাহমুদা, বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলাম ও বাবু লাল বৈদ্য, মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শঙ্কর চক্রবর্তী ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ইউএনও আরও বলেন, এরইমধ্যে ওই নদীতে সকল ধরনের বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়েছে। দিনে অথবা রাতে চলাচল করুক সেটি অবৈধ বলে বলে ধরে নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পদ্মা নদীতে অবৈধ বাল্কহেড চলাচলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জিকেএস