ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ৩১ আগস্ট ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশসহ ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের শতাধিক দোকান-পাট, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে পৌর শহরের নিউটাউন ও আমলাপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাওন মিয়া ও বিল্লাল মিয়া নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া পুলিশের উপপরিদর্শক নাজমুল হোসেন, মাহবুব মিয়া, আব্দুর রহমান ও রফিক মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে শহরের নিউটাউন এলাকার সামী, সাজ্জাদ, শাওন, রবিন, বিজয় ও আমলাপাড়া এলাকার শাহাদাত, সঞ্জু, মোস্তাকসহ কয়েকজন যুবকের তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় সেখানে উপস্থিত স্থানীয় পৌর কাউন্সিলরসহ মুরুব্বিদের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়। কিন্তু রাত ১১টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত কোনো তরফ থেকেই ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

রাজীবুল হাসান/এফএ/জিকেএস