ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে হোটেল থেকে আটক ২০ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ৩১ আগস্ট ২০২৩

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বান্দরবান সদরে ট্রাফিক মোড় এলাকার পর্বত হোটেলে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন নুর আলম (৫০), মো. জোহর (৩৫), হাফিজুর রহমান (২৮), নুর আলম (৩৭), হোসাইন (২২), ইউসুফ (২১), আরিফ (৩০), হাসান (২০), রুহুল আমিন (২২), সিদ্দিক (২১), আরাফাত (২০), সালাম (২৫), হাকিম (৩০), আলিম উল্লাহ (২৬), আলম (৩০), জাফর হোসেন (২২), হোসেন আহমদ (৩৬), আহমুদুল (৫২) এবং দুই কিশোর।

আটকরা সবাই কক্সবাজারের উখিয়া থ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ, সি ও ই ব্লকের বাসিন্দা।

আটকদের মধ্যে মো. ইউসুফ জানান, মিয়ানমারের হ্লাছিদং এলাকায় তার জন্ম। বর্তমানে উখিয়ার থ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’ ব্লকে থাকেন।

তিনি আরও জানান, বান্দরবানের ফজল করিম মাঝি নামের এক ব্যক্তি কাজের কথা বলে তাদের বান্দরবানে নিয়ে আসেন। পরে তাদের পর্বত হোটেলে রাখেন।

এক প্রশ্নের জবাবে ইউসুফ বলেন, কাজের কথা বললে ক্যাম্প থেকে বাইরে আসতে দেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা। এর আগেও কক্সবাজারের বিভিন্ন জায়গায় কাজ করে আবার ক্যাম্পে ফিরে গিয়েছিলেন তারা।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস