ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়িতে পুলিশের অভিযান, দোতলা থেকে লাফ দিয়ে পালালেন কাউন্সিলর

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ৩১ আগস্ট ২০২৩

নড়াইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহসান হাবিব তুফানের বাড়ি থেকে গুলি, পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ আগস্ট) দিনগত রাতে নড়াইল সদর থানাপুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কাউন্সিলর।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও ডিবির পরিদর্শক সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, রাত ২টার দিকে অভিযান চালানো হয়। এসময় দক্ষিণ নড়াইল গ্রামে তুফান কাউন্সিলরের বসতঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাউন্সিলর তুফান দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

হাফিজুুল নিলু/এসআর/জেআইএম