ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৩

চাঁদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত হয়েছেন। গুরুতর আহত স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) কচুয়া-গৌরীপুর সড়কের হাটমুড়া কালিমন্দির ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সেলিম মিয়া (৫০)। তিনি কচুয়া উপজেলার রহিমানগর জোরাইস গ্রামের আবদুল লতিফের ছেলে।

আরও পড়ুন: ছিটকে পড়ে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে 

কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন জানান, মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরমা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে সেলিম মিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত স্ত্রী কাজল রেখাকে উদ্ধার করে প্রথমে সাচারের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, দুর্ঘটাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএইচ/জিকেএস