জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে খালু খুন
ফাইল ছবি
রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল হামিদ নামে (৬৫) এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছেন তার ভাগ্নে।
শুক্রবার (১) সেপ্টেম্বর দুপুরে উপজেলার ৫নং ছাওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জীগাবাড়ী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক রিপন মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। রিপন ওই এলাকার রহিম মিয়ার ছেলে।
নিহত হামিদ মিয়ার মেয়ে হামিদা বেগম বলেন, জমি নিয়ে রিপনের পরিবারের সঙ্গে তার বাবার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাবা বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় খালাতো ভাই রিপন পেছন দিক থেকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে হামিদ মিয়াকে খুন করে পালানোর সময় এলাকাবাসী রিপনকে আটক করে পীরগাছা থানায় সোপর্দ করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রিপনকে আটক করা হয়েছে।
জিতু কবীর/এফএ/এএসএম