ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোটচাঁদপুরের ইউপিগুলোতে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত: ০২:৪৮ এএম, ২২ মার্চ ২০১৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার সূত্রে জানা যায়, মঙ্গলবার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে পাঁচ ইউনিয়নের ৪৯টি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোটচাঁদপুরের ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৮৪৭ জন এবং নারী ভোটার রয়েছে ৪০ হাজার ৩৫২ জন। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৫১ জন, সাধারণ সদস্য পদে ১৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসএস/পিআর