অটোচালকের আত্মহত্যা
‘ঋণের কিস্তি ওষুধ আর সংসারের ব্যয় নিয়ে হতাশায় ভুগছিলেন মামা’
প্রতীকী ছবি
খাগড়াছড়ির মানিকছড়িতে পারিবারিক অভাব-অনটন ও ঋণগ্রস্ত হয়ে মো. আমিনুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকছড়ি গচ্ছাবিলস্থ জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। আমিনুল মানিকছড়ির গচ্ছাবিলের জামতলা এলাকার বাসিন্দা।
জানা যায়, আমিনুল পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তার প্রথম স্ত্রী মেহেরুনেছা সন্তানদের নিয়ে বাবারবাড়ি থাকেন। দ্বিতীয় স্ত্রী রোজিনা বেগমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন আমিনুল ইসলাম।
সম্প্রতি অসুস্থতার কারণে অটোরিকশা বিক্রি করার পাশাপাশি ব্র্যাক ও পদক্ষেপ থেকে লক্ষাধিক টাকা ঋণ তোলেন তিনি। নিয়মিত ঋণ পরিশোধ ও পারিবারিক ভরণপোষণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। রোববার দুপুরে স্ত্রীর অনুপস্থিতিতে ঘরে ভিমের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন আমিনুল। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আমিনুলের ছেলে মো. নজরুল ইসলাম বলেন, আমার আব্বা তার দ্বিতীয় স্ত্রী নিয়ে এখানে থাকেন। এ সংসারে আমাদের কোনো ভাই-বোন নেই। কী কারণে আব্বা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সেটা বুঝতে পারছি না।
তবে আমিনুলের ভাগিনা আবদুর রহিম বলেন, মামা অনেক দিন ধরে অসুস্থ। বিভিন্ন এনজিও থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলের। ঋণের কিস্তি, ওষুধ ক্রয় ও সংসারের ব্যয় নিয়ে ইদানীং হতাশায় ভুগছিলেন।
মানিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
মুজিবুর রহমান ভুইয়া/এসজে/জিকেএস