ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাতিয়ায় সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২২ মার্চ ২০১৬

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে চরকিং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টায় সংঘটিত সংঘর্ষে সহকারী প্রিজাইডিং অফিসার সাহাদাত হোসেন ও পোলিং অফিসার আব্দুল আওয়াল গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন সময়ে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন এবং বিদ্রোহী প্রার্থী মহীনের কর্মী সমর্থকদের মধ্যকার সংঘর্ষে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

Noakhali

আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোট কেন্দ্রের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

এছাড়াও নোয়খালীর দুটি ইউনিয়ন সুবর্ণচর ও হাতিয়ায় মোট ১৫টি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে জাল ভোট প্রদানের চেষ্টার অভিযোগ পাওয়া যাচ্ছে।

এফএ/পিআর