ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩

বগুড়া সদর উপজেলায় আশিক সরকার (৩৮) নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘীতে এ ঘটনা ঘটে।

হামলার শিকার আশিক ওই গ্রামের তোজাম্মেল হক তোতার ছেলে ও স্থানীয় বাজারের ব্যবসায়ী।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে আশিক সরকার বানদিঘী বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এই সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত মুখোশ পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আশিকের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পরে স্থানীয়রা আশিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ১২টার দিকে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কারণ অনুসন্ধানে কাজ চলছে। এখনো পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।

এমআরআর/এএসএম