ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে বাণিজ্য মেলা মাঠে পড়ে ছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩

হবিগঞ্জে বাণিজ্য মেলা মাঠ (নিউফিল্ড) থেকে শিমুল (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। নিহত যুবক লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের বাসিন্দা শিমুল (২৩)। তিনি জেলা শহরের কোর্ট স্টেশন এলাকায় ধানসিঁড়ি রেস্টুরেন্টের ওয়েটার ছিলেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা তদন্ত ছাড়া বলা যাবে না। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আরও পড়ুন: বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন

পুলিশ জানায়, বাণিজ্য মেলা মাঠে (নিউফিল্ড) কিবরিয়া অডিটরিয়ামের দেয়ালের পাশে দুপুরে কিছু মানুষ একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা বিষয়টি থানায় জানালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মো. বদিউজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। তারা মরদেহের পাশে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/এমএস