ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে অপহৃত ইটভাটা ম্যানেজার উদ্ধার

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

বান্দরবানে অপহৃত ইটভাটার ম্যানেজার মো. ইউছুফ আলীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত মংখ্যইচিং মারমাকে আটক করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার কুহালং ইউপির ক্যামলং এলাকা থেকে তাকে আটক করা হয়।

মংখ্যাই চিং মারমা খাগড়াছড়ির গুগড়াছড়ি এলাকার সাথোয়াই মারমার ছেলে।

আরও পড়ুন: বান্দরবানে অস্ত্রের মুখে ব্রিকফিল্ড ম্যানেজারকে অপহরণের অভিযোগ 

jagonews24

স্থানীয় সূত্র জানায়, সকালে ক্যমলং এলাকার চায়ের দোকানে অপরিচিত একব্যক্তি সন্দেহজনকভাবে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে ইটভাটা ম্যানেজার মো. ইউছুফকে অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারের পর তার দেখানো স্থান থেকে অপহৃত মো. ইউছুফকে উদ্ধার করে পুলিশ।

ইউছুফ আলী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ইটভাটার টিউবওয়েল এলাকা থেকে ৮-৯ জন মুখোশপরা কয়েকজন অপহরণ করে সোনাইঝিড়ি এলাকার একটি পাহাড়ের গাছে বেঁধে রাখে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, অপহরণের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের অভিযান চলছে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস