দুপুরের আগেই রশুনিয়ায় ৬০ শতাংশ ভোট!
দুপুর সাড়ে ১২টার মধ্যেই সিরাজদিখান রশুনিয়া ইউনিয়নের ৪নং ভোটকেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে ৬০ শতাংশ। ফলে নির্ধানিত সময়ের মধ্যেই সকল ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করতে পারবেন বলে দাবি করেছেন প্রিজাইডিং অফিসার সরকার মো. মাসুদ।
তিনি বলেন, বিএনপি প্রার্থী যে অভিযোগ করেছেন তা অসত্য। এর আগে সাংবাদিকদের কাছে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ তোলেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল খালেক শিকদার।
তার অভিযোগ প্রথম দিকেই আওয়ামীমনা ভোটাররা ভোট দিয়েছে। এখন আমাকে ভোট দেবেন এমন লোকদের লাইনে দাড় করিয়ে রাখা হয়েছে। ভোটগ্রহণ ধীরে হচ্ছে।
এমন অভিযোগের বিষয়ে প্রিজাইডিং অফিসার মাসুদ বলেন, ১২টার মধ্যে ৬০ শতাংশ ভোট পড়েছে। বাকি ভোট নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ৪নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ১৮৫১। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত জাল ভোট দেয়ার চিত্র দেখা যায়নি।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৬৩ জন এবং ভোটার সংখ্যা এক লাখ ২০ হাজার ৮৫৪ জন।
বাকি চার ইউনিয়ন চিত্রকোট, শেখরনগর, কেয়াইন, রাজানগরে আগামী ৪ জুন ভোটগ্রহণ হবে। আগামী ২৬ জুন পর্যন্ত জেলার ৬৭ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর মধ্যে সিরাজদিখান থানার রশুনিয়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে রয়েছে ৯টি ভোট কেন্দ্র। ভোটার রয়েছে ১৭ হাজার।
জেইউ/এমএম/এএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার