ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে মো. ইমরান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর রেলস্টেশন সংলগ্ন ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান শহরের গোলাহাট এলাকার মো. জাবেদের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, ইমরান মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার বিকেলে পরিবারের সবার অজান্তে তিনি বাড়ি থেকে বের হন। ওই এলাকায় রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়েন ইমরান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ শনাক্ত করেন পরিবারের লোকজন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

রাজু আহম্মেদ/এমআরআর/জিকেএস