ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এখন তাদের অলস সময়

প্রকাশিত: ০৮:৪২ এএম, ২২ মার্চ ২০১৬

`রাতে এসেছি। খানিকটা ঘুম হয়েছে। সকালেই উঠতে হয়েছে। এরপর থেকেই দাঁড়িয়ে। ভোটাররা ভোট দিয়ে চলে যাচ্ছে। আবার নতুন কেউ এলে দাঁড় করিয়ে দিতে হচ্ছে। এখন ভোটার নেই। রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না।  তাই বসেছি।` বলছিলেন, দোহারের বিলাসপুর ইউনিয়নের হাজার বিঘা ভোট কেন্দ্রে দায়িত্বরত গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মনছুরা বেগম।

ভোটকেন্দ্রের সামনেই গাছের ছায়ায় বসে আড্ডা দিচ্ছেন আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

ভোটের দিনের নানা অভিজ্ঞতা বিনিময় করে অলস সময় পার করছিলেন। এ বাহিনীর সদস্যরা ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে দুই দিন দায়িত্ব পালন করবেন। দিনে এক হাজার হিসেবে দুই হাজার টাকার ভাতা পাবেন তারা। সঙ্গে দিনে দু`বেলা খাবার। তাতেই যেন মহাখুশি। গ্রাম ভিন্ন হলেও সবাই একই ইউনিয়নের বলে জানালেন তারা।

dohar

মনছুরার পাশে থাকা আসমা বেগম বলেন, দুই দিন দায়িত্ব পালন করে দুই হাজার টাকা! খারাপ কি। সকাল থেকে একবারও বসার সুযোগ পায়নি পঞ্চাশোর্ধ্ব জয়নব বানু।

জাগো নিউজকে এই বৃদ্ধা বলেন, ` খাবার সময় দিয়েছে। এখন কোনো ভোটারও নাই। তাই বইসা ইট্টু আরাম করছি। আবার দাঁড়াইমু। এক্কেবারে রাত পর্যন্ত থাকমু।

এএসএস/এআর/এএইচ/পিআর