ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় আ.লীগের সাধারণ সম্পাদকসহ গুলিবিদ্ধ ২

প্রকাশিত: ০৯:০৩ এএম, ২২ মার্চ ২০১৬

সাতক্ষীরার তালা উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট জালিয়াতির সময় পুলিশের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও তার ছোট ভাই রুহুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে  উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবাহ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রুহুল কুদ্দুস ও রুহুল আমিনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাগবাহ ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের ব্যালট পেপার কেটে বক্স ভর্তি করছিলেন। এ সময় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার বাধা দেয়ার চেষ্টা করলে তারা প্রভাব বিস্তার শুরু করে। পুলিশ তাদের ধাওয়া করলে পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ গুলি ছুঁড়লে দুইজন আহত হন।

অন্যদিকে, তালা সদরে প্রকাশ্যে আ.লীগের নেতাকর্মীর অস্ত্রের মহড়া, পুলিশের উপর হামলা, জাতীয় পার্টির সমর্থিত নেতাকর্মীদের ভোট প্রদানে বাধা দেয়া হচ্ছে। তালার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর ১২টার দিকে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে আ.লীগ ও এনজিও উত্তরন কর্মী ফিরোজ লাঞ্ছিত করলে পুলিশ তাকে আটক করে।

Shatkhira

উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশ্চন্দ্রকাটি কেন্দ্রে ভোট কারচুপিতে বাধা দেয়ায় চার আনসার সদস্যকে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আহত আনসার সদস্যরা হলেন- মিরাজ, কামরুল, ফরিদা ও নারগিস।

কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল হক গভীর রাতে প্রিজাইডিং অফিসারের কাছে থেকে জোর করে ব্যালট নিয়ে বক্স ভর্তি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রিজাইডিং অফিসার গৌতম ঘোষ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। একই উপজেলার দেয়াড়া ইউনিয়নে মধ্য রাতে ৫টি বোমা বিস্ফোরণ ঘটায়।

এসএস/এমএস