ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে ভোটের মাঠে বহিরাগতরা

প্রকাশিত: ০৯:০৯ এএম, ২২ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে বহিরাগতরা অবস্থানে রয়েছে। সদর উপজেলা থেকে ভাড়ায় আসা বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সদস্যরা সোমবার রাত থেকেই বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে।

কমলনগর উপজেলা বিএনপির সভাপতি ও পাটোয়ারীর হাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন তালুকদার বলেন, আওয়ামী লীগের বহিরাগত সন্ত্রাসীরা সকাল ৮টার পর ভোটকেন্দ্র তাদের দখলে নিয়ে নেয়। তারা অস্ত্র-শস্ত্র নিয়ে প্রকাশ্যে ও একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। আমি আমার নিজের ভোটও দিতে পারিনি। এজন্য সকালেই নির্বাচন বর্জন করি।

এ ব্যাপারে হাজিরহাট বাজারে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করা জেলা ছাএলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সােহেল বলেন, লক্ষ্মীপুরসহ বিভিন্ন উপজেলা থেকে ছাএলীগের ৭০০ থেকে ৮০০ নেতাকর্মী নির্বাচন করতে এসেছে। তারা রাতে কেন্দ্র এলাকায় অবস্থানে ছিল।

কাজল কায়েস/এসএস/এমএস