অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
নারায়ণগঞ্জের বন্দরে তানহা আক্তার (১৭) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মুত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
তানহা আক্তার বন্দর ইউনিয়নের তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে। স্বজনদের অভিযোগ তানহাকে গলাটিপে হত্যা করা হয়েছে। এরপর মরদেহ বাড়িতে ফেলে কৌশলে পালিয়ে গেছেন তারা।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী আটক
নিহতের বড় বোন তানু বলেন, একবছর আগে তানহার বিয়ে হয়। ৯ অক্টোবর তার ডেলিভারির সময় নির্ধারিত ছিল। সকালে তারা আমাদের জানায় তানহা স্ট্রোক করে মারা গেছে। ওই বাড়িতে গেলে বোনের মরদেহ তারা দেখতে দিচ্ছিলো না। আমার বোনের গলায় দাগ রয়েছে। তাকে স্বামী-শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ২ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৩ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ৪ সিলেটে ৪২২ চোরাই মোবাইল জব্দ, চক্রের মূল হোতাসহ আটক ৪
- ৫ নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার