ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইছাপুরে শেষ ভোট দিলেন হোসনে আরা

প্রকাশিত: ১০:৩৬ এএম, ২২ মার্চ ২০১৬

ভোট গ্রহণ শেষ হওয়ার সময় বাকি ছিল মাত্র ৩ মিনিট। খুব তাড়াহুড়া করেই কেন্দ্রে প্রবেশ করেন হোসনে আরা। অবশেষে নির্ধারিত সময়ের মধ্যেই ভোট দিতে পেরেছেন পছন্দের প্রার্থীদেরকে।

মঙ্গলবার বিকেল ৪টায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ইছাপুরা ইউনিয়নের ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (৪নং ওয়ার্ড) ভোট শেষে কথা হয় তার সঙ্গে।

কেন্দ্র থেকে বেরিয়ে তিনি জাগো নিউজকে বলেন, পারিবারিক ঝামেলার কারণে সকাল ও দুপুরে ভোট কেন্দ্রে আসতে পারেননি তিনি। তাই কেন্দ্রে আসতে বিলম্ব হয়েছে তার।

কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, এখানে ভোটার সংখ্যা ৪ হাজার ২৩৬ জন। এর মধ্যে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে সক্ষম হয়েছে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ কেন্দ্রটিতে আলহাজ আবদুল মতিন হাওলাদার নৌকা প্রতীক নিয়ে এবং কাজী কামরুজ্জামান লিপু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াই করছেন।

এমএম/জেইউ/এসকেডি/আরআইপি