ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিলের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর, স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

মানিকগঞ্জ সদর উপজেলায় মসলা বাটার শিলের আঘাতে তাসলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

জাহিদুল উকিয়ারা গ্রামের আখের আলীর ছেলে। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী আফিসারের কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, প্রায় ১০ বছর আগে জাহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের তাসলিমা বেগমের বিয়ে হয়। সাংসারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। শনিবার রাতে ঝগড়ার একপর্যায়ে জাহিদুল তার স্ত্রীর মাথায় মসলা বাটার শিল দিয়ে আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ওসি আরও বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত জাহিদুলকে গ্রেফতার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

বি এম খোরশেদ/এমআরআর/জেআইএম