ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে বিচ্ছিন্ন ঘটনায় ভোটগ্রহণ শেষ

প্রকাশিত: ১২:১০ পিএম, ২২ মার্চ ২০১৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনাসহ সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে এসব বিচ্ছিন্ন ঘটনায় ৩৫ জন আহত হয়েছেন।
 
এসব ঘটনা নিয়ন্ত্রণে আনতে রূপনারায়নকুড়া, যোগানিয়া, মরিচপুরাণ, বাঘবেড়, রাজনগর, পোড়াগাঁও ও কলসপাড় ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬৫ রাউন্ড ‘লাইট বুলেট’ ছুঁড়েছে বলে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা একটার দিকে বাঘবেড় ইউনিয়নের গোবিন্দনগর-কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের আব্দুস সবুর ও আ.লীগের বিদ্রোহী হাসানুজ্জামান রিয়াদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় একটি নির্বাচনী প্যান্ডেল ভাংচুরসহ উভয়পক্ষে ৫ জন আহত হন। আহতদের মধ্যে মোস্তাফিজুর রহমান (৩৮) নামে একজনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া মরিচপুরাণ ইউনিয়নের উত্তর কুন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকাল সাড়ে তিনটার দিকে দুই মেম্বার প্রার্থী আজাহার আলী ও মো. আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে নবী হোসেন (৭০), ফিরোজ মিয়া (৩২), হযরত আলী (২৫), ছামিদুল হক (৪০), আসাদুজ্জামান (৩০), শফিকুল (৪০), শাহা আলী (২৫), ইমন মিয়া (৮), জহুরুল ইসলাম (৪২), আনোয়ারুল (৩০), জামিল (৫৫)  ঝরণা বেগম (২৪) নামে ১২ জনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মরিচপুরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা বেলা সাড়ে ১২ টার দিকে ভোট জালিয়াতির চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় ওই কেন্দ্রে আধাঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।

যোগানিয়া ইউনিয়নের গেরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা সংষর্ঘে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনী লাইট বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এদিকে সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১ টার দিকে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেনকে নৌকা প্রতীকের আবুল কাশেমের সমর্থকরা লাঞ্চিত করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় গোলযোগ সৃষ্টির চেষ্টাকালে আতিকুর রহমান আতিক নামে জাহাঙ্গীর হোসেনের এক সমর্থককে আটক করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে বলে প্রিজাইডিং অফিসার মাজহারুল ইসলাম জানিয়েছেন।

জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম বলেন, নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করা দরকার ছিলো সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। যে কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

হাকিম বাবুল/এফএ/এমএস