ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জাগো নিউজে সংবাদ প্রকাশ

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচনের হাওয়া

এম এ মালেক | প্রকাশিত: ০৭:১১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

অবশেষে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচনের হাওয়া লেগেছে। নির্বাচনের জন্য সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনের জন্য আজ একজন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদে নতুন করে পাঁচজনকে সদস্য মনোনীত করা হয়েছে। তারা হলেন- ক্রীড়াবিদ গোলাম মোস্তফা সোহাগ ও জাহাঙ্গীর আলম, ক্রীড়াণুরাগী সৈয়দ তানভীর আহমেদ ও আহসান হাবীব খোকা এবং ক্রীড়া সংগঠক আব্দুল ওয়াহাব।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/si-2-20230910191117.jpg

ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থায় ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে ১২টি পদ আছে। যার পদাধিকারবলে সভাপতি হবেন জেলা প্রশাসক, সহ-সভাপতি হবেন পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক। নির্বাচিত হবেন সহ-সভাপতি চারজন, সাধারণ সম্পাদক একজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক একজন, যুগ্ম-সাধারণ সম্পাদক দুজন ও কোষাধক্ষ্য পদে একজন।

সর্বশেষ ২০১৭ সালে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয়েছিল। যার মেয়াদ শেষ হয়ে যায় ২০২১ সালের মার্চ মাসে। এরপর কর্তৃপক্ষ কমিটি গঠনে জোরালো কোনো উদ্যোগ নেয়নি। ফলে গঠিত হয়নি কমিটি। ফলে ঝিমিয়ে পড়েছিল এ জেলার ক্রীড়াঙ্গন।

আরও পড়ুন: কমিটি নেই আড়াই বছর, প্রাণহীন ক্রীড়াঙ্গন 

তবে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা নিয়ে ৭ সেপ্টেম্বর জাগোনিউজ২৪.কম-এ ‘কমিটি নেই আড়াই বছর, প্রাণহীন ক্রীড়াঙ্গন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে।

এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মুশফিকুর রহমান জাগো নিউজকে বলেন, আজকেই আমাকে জেলা ক্রীড়া সংস্থার রিটার্নিং কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়েছে। সেই সঙ্গে ক্রীড়া সংস্থার প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে। সেগুলো পর্যালোচনা করে দেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।


এম এ মালেক/এসজে/জিকেএস