ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে বেপরোয়া গতির প্রাইভেটকার কাড়লো মা-ছেলের প্রাণ

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৩:৩১ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাজপুরের ইলাশপুরে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ভার্ড চক্ষু হাসপাতালের পাশে ইলাশপুরের একটি বাসায় ভাড়া থাকতেন। রাতে রাস্তা পার হতে গিয়ে তারা বেপরোয়া গতির প্রাইভেটকারের নিচে চাপা পড়েন।

আরও পড়ুন: ধাক্কায় ছিটকে পড়ার পর মোটরসাইকেল চালককে পিষে গেলো বাস

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৯-০৫৫) রাত সাড়ে আটটার দিকে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে পৌঁছায়। এসময় মহাসড়ক পার হচ্ছিলেন সালমা ও তার ছেলে কাইয়ুম। বেপরোয়া গতির প্রাইভেটকার তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতলে পাঠায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমীন জাগো নিউজকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

ছামির মাহমুদ/কেএসআর