ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালের সব ইউনিয়নে ফের নির্বাচন চায় বিএনপি

প্রকাশিত: ০২:৩২ পিএম, ২২ মার্চ ২০১৬

কারচুপির অভিযোগ এনে বরিশাল জেলার ১০ উপজেলার ৭৪টি ইউনিয়নের সবকটিতে ফের নির্বাচনের দাবি জানিয়েছে বরিশাল বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সদর রোড দলীয় কার্যালয়ে উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং সদর উপজেলা বিএনপির এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলা হয়, জেলার ৭৪টি ইউনিয়নে অভাবনীয় কারচুপির নির্বাচন হয়েছে। কেন্দ্রগুলোতে কারচুপি করা হয়েছে দুইধাপে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত আওয়ামী লীগ কর্মীরা কেন্দ্রের মধ্যে অবস্থান নিয়ে ভোটারদের হাতে শুধুমাত্র মেম্বার প্রার্থীর ব্যালট ধরিয়ে দেয়। চেয়ারম্যান প্রার্থীর ব্যালটে আওয়ামী লীগ কর্মীরা নৌকা প্রতীকে সিল দিয়েছে। বেলা ১১টার পর আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে পুরো কেন্দ্র দখল করে নেয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান। তিনি অভিযোগ করেন, রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ দেয়া হলেও তারা কোনো অভিযোগ গ্রহন করেননি।

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ এমপি, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম প্রিন্স, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু প্রমুখ

সাইফ আমীন/এনএফ/এবিএস