বেকার বসে না থেকে কাজ করার তাগিদ বাবার, অভিমানে ফাঁস নিলেন ছেলে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাজকর্মের তাগিদ দেওয়ায় বাবার ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন রাকিব হোসেন (২৩) নামের এক যুবক।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত রাকিব হোসেন চরপার্বতী ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির জসিম উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, রাকিবকে তার বাবা বেকার বসে না থেকে কাজকর্মের তাগিদ দেন। এতে রাগে-অভিমানে রোববার (১০ সেপ্টেম্বর) রাতে সবার অজান্তে পরিত্যক্ত ঘরে কীটনাশক পান করেন রাকিব। পরে ছটফটানি শব্দ ও চিৎকার শুনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস