বাসচালক পেশার আড়ালে অস্ত্রের ব্যবসা, দিতেন ভাড়া
নীলফামারীর ডিমলায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ তরিকুল আলম ওরফে পিচ্চি লিটন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে অস্ত্র কেনাবেচার সময় জেলার ডিমলা ভেন্টিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতার তরিকুল আলম ওরফে পিচ্ছি লিটন (৩০) জেলার সদর উপজেলার কচুকাটা এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে।

গ্রেফতারের পর বিকেল ৫টায় প্রেস ব্রিফিং করে বিষয়টি সাংবাদিকদের জানান র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।
র্যাব জানায়, জেলার ডিমলা এলাকায় বেশ কিছুদিন ধরে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছে। ঘটনাগুলো নিয়ে নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তৎপরতায় অস্ত্র ব্যবসায়ী পিচ্চি লিটনের বিষয়ে নিশ্চিত হয় র্যাব। গোয়েন্দা তথ্যে জানা যায়, পিচ্চি লিটন মূলত পেশায় একজন বাসচালক। তিনি ঢাকা থেকে নিয়মিত বাস চালিয়ে জেলার ডিমলায় যাতায়াত করেন। বাসচালক পেশার আড়ালে তিনি অস্ত্র ভাড়া দেওয়াসহ নানা ছিনতাই কাজ করতেন। আজ অস্ত্র বেচাকেনার সময় তাকে গ্রেফতার করে র্যাব।

র্যাব কর্মকর্তা আরাফাত ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তরিকুল আলম তার কাছে থাকা অস্ত্রটি ছিনতাই ও বিভিন্ন নাশকতার কাজে ভাড়া দিতেন এবং নিজেও ব্যবহার করতেন। তার সঙ্গে জড়িত অন্য অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রাজু আহম্মেদ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান